মহকুমা ও স্টেট জেনারেল হাসপাতালে ওষুধ কমানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে নাগরিক প্রতিরোধ মঞ্চ। মঞ্চের আহ্বায়ক প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল ১৬ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, সরকারি প্রাথমিক ও মধ্যবর্তী স্তরের চিকিৎসা পরিকাঠামোয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ হাসপাতালের পর এবার মহকুমা ও স্টেট জেনারেল হাসপাতালেও জরুরি ওষুধের তালিকা ছেঁটে ছোট করে দেওয়া হল। গত ১৫ ডিসেম্বর প্রকাশিত তালিকায় এই দুই ধরনের হাসপাতালে জরুরি ওষুধের তালিকায় ৬৪৪-এর পরিবর্তে ৩৬১ ধরনের ওষুধ রাখা হয়েছে। ক্যান্সার সহ কয়েকটি রোগের বিভিন্ন দামি ওষুধও বাদ পড়েছে। ক্যান্সার রোগের মহার্ঘ ওষুধ, নিউমোনিয়া ভ্যাকসিন, স্ত্রীরোগের একটি ওষুধ, হিমোফিলিয়া রোগের কিছু ওষুধ, অ্যান্টিবায়োটিক খেয়ে অনেকের যে ডায়েরিয়া হয় তার ওষুধ প্রভৃতি বাদ গিয়েছে।
সরকার সহজ রাস্তায় তার ভাবমূর্তিকে উজ্জ্বল করে আগামী নির্বাচনে ফয়দা তোলার লক্ষ্যে যে নানা রকম প্রকল্প নিয়ে এসেছে সেগুলো চালাতে অত্যধিক ব্যয় হচ্ছে। সেগুলো সামাল দিতে গিয়ে হাসপাতালে সরবরাহ করা ওষুধের উপর কোপ পড়েছে। ফলে গরিব মানুষ চিকিৎসা পাবে না। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি।