Breaking News

বিদ্যুৎ আইন সংশোধনী বিল ২০২১ বাতিলের দাবিতে দেশজুড়ে গ্রাহকদের বিক্ষোভ

 

জনবিরোধী বিদ্যুৎ আইন ২০০৩ ও সংশোধনী বিল ২০২১-এর মধ্য দিয়ে বিদ্যুতের বেসরকারিকরণ, যেমন খুশি মাশুল বৃদ্ধির যে মারাত্মক আক্রমণ নামিয়ে আনছে কেন্দ্রের বিজেপি সরকার, তার বিরুদ্ধে দেশজুড়ে বিদ্যুৎ গ্রাহকরা পথে নেমেছে। এই জনবিরোধী বিল প্রত্যাহারের দাবিতে ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, আসাম, ওড়িশা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ সহ দেশজুড়ে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠিত করে আন্দোলন শুরু করেছে।

গত ১০-২৫ নভেম্বর পক্ষকালব্যাপী প্রচার ও বিক্ষোভ আন্দোলনের পর ২ ডিসেম্বর কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল বা বিভিন্ন জেলার জেলাশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে গণস্বাক্ষর করে পাঠানোর কর্মসূচি চলছে। অফলাইন ও অনলাইনে এই স্বাক্ষর সংগ্রহ চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। বাংলা, ইংরেজি, হিন্দি, অসমিয়া, ওড়িয়া, তামিল, মালায়ালম, কন্নড় প্রভৃতি ভাষায় প্রচারপত্র, পোস্টার, ফ্লেক্স, বিদ্যুৎ সংশোধনী বিল-২০২১ বিষয়ে বুকলেট ছাপিয়ে দেশব্যাপী চলছে ব্যাপক প্রচার। এ কথা জানান পশ্চিমবঙ্গের বিদ্যুৎ গ্রাহক আন্দোলনের নেতা সুব্রত বিশ্বাস। তিনি বলেন, এই বিল আইনে পরিণত হলে গ্রাহকরা চূড়ান্ত বিপর্যস্ত হবেন। ফলে যে কোনও মূল্যে রুখতে আমরা বদ্ধপরিকর।

চেন্নাাই
গোয়ালিয়র, মধ্যপ্রদেশ
দিল্লি
ভুবনেশ্বর, ওড়িশা
মোরাদাবাদ, উত্তরপ্রদেশ
জামশেদপুর, ঝাড়খণ্ড