Breaking News

হুগলিতে রাজা রামমোহন রায় সার্ধ দ্বি-শত জন্মবার্ষিকী কমিটি গঠন

২৫০ বছর আগে ভারতীয় সমাজ যখন জাতপাত, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, অশিক্ষার গভীর অন্ধকারে ডুবে ছিল তেমন এক সময়ে ১৭৭২-র ২২ মে ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায় হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৮২৯ সালে ৪ ডিসেম্বর রামমোহন রায়ের উদ্যোগে ভারতে সতীদাহ প্রথা রদ আইন পাস হয়েছিল। এই দিনটিকে সামনে রেখে ৪ ডিসেম্বর ২০২১ আরামবাগ রবীন্দ্রভবনে রাজা রামমোহন রায় সার্ধ দ্বিশত জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ডঃ পরেশ চন্দ্র দাস। প্রারম্ভিক বক্তব্য রাখেন বিশিষ্ট চিত্রশিল্পী ও লেখক হরিপ্রসাদ মেদ্দা। এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক ও লেখক আশীষ বরণ সামন্ত, রাজা রামমোহন রায়ের দৌহিত্র বংশধর নিত্যব্রত মুখোপাধ্যায়। বিশিষ্ট বাউল শিল্পী সেখ গোলাম হোসেন বাউল গান পরিবেশন করেন।

সামন্তী কুসংস্কারের বিরুদ্ধে রামমোহনের সংগ্রাম ও তাঁর জীবন চর্চার উদ্দেশ্যে ডঃ পরেশ চন্দ্র দাসকে সভাপতি, ডাঃ তুষার কান্তি পাকিরাকে সম্পাদক করে ৭৫ জনের রাজা রামমোহন রায় সার্ধ দ্বিশত জন্মবার্ষিকী পালন কমিটি গঠিত হয়।