গত বর্ষায় পূর্ব মেদিনীপুর জেলার কেলেঘাই নদীর বাঁধ ভেঙে ভগবানপুর-১ ও ২, পটাশপুর-১ ও ২, এগরা-১ ও ২, চণ্ডীপুর ব্লকের বিস্তীর্ণ অংশ বন্যা প্লাবিত হয়েছিল। এ ছাড়াও কোলাঘাট-শহিদ মাতঙ্গিনী-তমলুক-পাঁশকুড়া সহ বেশ কয়েকটি ব্লকের বিরাট এলাকা জলবন্দি হয়। জেলায় বন্যারোধে স্থায়ী ব্যবস্থা ও জলনিকাশি সমস্যা সমাধানের দাবিতে ২০ নভেম্বর মেচেদা বিদ্যাসাগর হলে জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অধ্যাপক জয়মোহন পাল। মূল প্রস্তাব উত্থাপন করেন নারায়ণ চন্দ্র নায়ক। জেলার বিভিন্ন প্রান্তের ১৪টি গণকমিটি থেকে প্রায় দু’শতাধিক বানভাসি ও জলবন্দি মানুষ কনভেনশনে যোগ দেন। মূল বক্তব্য রাখেন অশোকতরু প্রধান।
সভায় ১০ দফা দাবি ও বিভিন্ন আন্দোলনের কর্মসূচি উত্থাপন করেন মধুসূদন বেরা। উৎপল প্রধানকে সভাপতি, নারায়ণ চন্দ্র নায়ক ও জগদীশ সাউকে যুগ্ম সম্পাদক করে ৩৭ জনের পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি গঠিত হয়। কমিটির যুগ্ম সম্পাদক বলেন, আগামী নভেম্বর মাসে রাজ্যের সেচমন্ত্রীর কাছে ডেপুটেশন এবং জেলা ও ব্লকস্তরে বিভিন্ন আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে।