Breaking News

রোকেয়া নারী উন্নয়ন সমিতির বিডিও ডেপুটেশন

দক্ষিণ চব্বিশ পরগণা জেলার মগরাহাট, জয়নগর-২, মথুরাপুর-২– এই তিনটি ব্লকে স্বামী পরিত্যক্তা, বিধবা, তালাকপ্রাপ্তা ও বিভিন্ন ভাবে নির্যাতিতা নারীরা যাতে সরকারি প্রকল্পগুলির সুবিধা পান এবং সেগুলি যাতে দুর্নীতিমুক্ত হয় সেই দাবিতে রোকেয়া নারী উন্নয়ন সমিতির উদ্যোগে ১৬ থেকে ১৮ নভেম্বর জয়েন্ট বিডিও-র কাছে ডেপুটেশন দেওয়া হয়। তিনটি ব্লকেই প্রশাসন দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

ওই ব্লকগুলির বিভিন্ন জায়গায় নারী নির্যাতন রোধে মহিলাদের নিয়ে আলোচনা সভা হয়। জয়নগর-২ এর চুপড়িঝাড়া অঞ্চলে কচিমোল্লার চকে, মথুরাপুর-২ এর কঙ্কনদিঘি অঞ্চলের পূর্বজটা সহ কয়েকটি গ্রাম নিয়ে এবং মগরাহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন রাজ্য ইনচার্জ খাদিজা বানু।

গণদাবী ৭৪ বর্ষ ১৬ সংখ্যা ২৬ নভেম্বর ২০২১