Breaking News

পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ দক্ষিণ দিনাজপুরে

২০১৪ সাল থেকে এলাকার মানুষ দক্ষিণ দিনাজপুর জেলার রসুলপুর থেকে চণ্ডীতলা পর্যন্ত পাকা রাস্তার দাবি জানিয়ে আসছেন প্রশাসনের কাছে। এখনও পর্যন্ত রাস্তা পাকা হয়নি। এই অবস্থায় রসুলপুর আঙ্গারুন পিছলা রাস্তা উন্নয়ন কমিটির পক্ষ থেকে ১ অক্টোবর জেলাশাসক ও জেলা সভাধিপতির কাছে বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি হয়।

গ্রামবাসীরা ছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তাদের মধ্যে সভাপতি কানাই মহাতো, সম্পাদক হরিশ মাহাতো, কমিটির সদস্য পালট সরকার, সোনা দেব শর্মা এবং কমিটির উপদেষ্টা বীরেন মহন্ত। জেলা সভাধিপতির পক্ষ থেকে কর্মাধ্যক্ষ আন্দোলনকারীদের সামনে এসে মাইকে ঘোষণা করেন, ৩ কিমি রাস্তা আগামী নভেম্বর মাসের মধ্যে তৈরি করে দেওয়া হবে, বাকিটা ২০২২ অর্থবর্ষে করা হবে। এই প্রতিশ্রুতিতে আন্দোলনকারীরা অবস্থান-বিক্ষোভ তুলে নেয়।

গণদাবী ৭৪ বর্ষ ১১ সংখ্যা ৮ অক্টোবর ২০২১