Breaking News

পুরুলিয়ায় স্বাস্থ্যকেন্দ্র চালুর দাবি আদায়

পুরুলিয়া জেলার আড়ষায় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বেশ কিছুদিন ধরে বন্ধ৷যার উপর আশেপাশের চারটি অঞ্চলের, প্রায় এক লাখের উপর মানুষ নির্ভরশীল৷

ওই স্বাস্থ্যকেন্দ্রে ইনডোর বিভাগও ছিল৷ ফলে এলাকার মানুষ খুবই অসুবিধার মধ্যে পড়েছেন৷ ওই স্বাস্থ্যকেন্দ্র অবিলম্বে খোলার দাবি ছাড়াও সেল্ফ হেল্প গ্রুপ, মিড–ডে–মিল রান্না, ব্যাঙ্ক কর্মীদের দুর্ব্যবহার, প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু সংক্রান্ত আরও কয়েক দফা দাবি নিয়ে এস ইউ সি আই (সি)–র পক্ষ থেকে ২৯ ডিসেম্বর অবরোধের ডাক দেওয়া হয়৷

ওই দিন সকাল ৬টা থেকেই দলমত নির্বিশেষে মানুষ রাস্তা অবরোধে সামিল হন৷ বেলা বাড়ার সাথে সাথে লোকসংখ্যাও বাড়তে থাকে এবং সমস্ত যানবাহন এই অবরোধে আটকে পড়ে৷ অবশেষে আন্দোলনের চাপে আড়ষার বি ডি ও, বি এম ও এইচ, ব্যাঙ্ক ম্যানেজার প্রমুখেরা আন্দোলনস্থলে আসতে বাধ্য হন এবং দিন দশেকের মধ্যেই ডাক্তার ও নার্স নিয়োগ করে স্বাস্থ্যকেন্দ্র চালু করা হবে বলে ঘোষণা করেন৷ আন্দোলনের এই জয়ে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা দেয়৷ এস ইউ সি আই (সি) দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড রঙ্গলাল কুমার এলাকার মানুষকে অভিনন্দন জানান৷