কুলতলিতে বিদ্যুৎগ্রাহকদের দাবি আদায়

৪ জানুয়ারি কুলতলির বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখায় অ্যাবেকার কুলতলি ব্লক কমিটি৷ বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত নানা বিষয়ে বেশ কিছু দিন ধরে এই অঞ্চলে কর্তৃপক্ষের স্বেচ্ছাচার চলছে৷ বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও কাজ হচ্ছিল না৷ এ দিন পাঁচশোর বেশি গ্রাহক মিছিল করে অঞ্চলের কাস্টমার কেয়ার সেন্টারে পৌঁছে প্রবল বিক্ষোভ দেখান৷ চাষিদের বিনা মিটারে ১০৫ দিনের অস্থায়ী কানেকশন দেওয়া এবং লো–ভোল্টেজ ও লোডশেডিং বন্ধ করা প্রভৃতি বিষয়ে স্টেশন ম্যানেজারকে সুনির্দিষ্ট ১৬ দফার দাবিপত্র দিয়ে বিহিত চাওয়া হয়৷ চাপে পড়ে কর্তৃপক্ষ তখনই ৬ টি দাবি মেনে নিতে বাধ্য হয় এবং বাকি দাবিগুলি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করবে বলে প্রতিশ্রুতি দেয়৷ অ্যাবেকার কুলতলি ব্লক কমিটির নেতারা জানান, ‘আমরা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছি৷ দ্রুত এর সমাধান না করলে আরও বড় আন্দোলনে যেতে  বাধ্য হব৷’