Breaking News

প্রতিরক্ষা সহ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলির বেসরকারিকরণের বিরুদ্ধে ২৩ জুলাই প্রতিবাদ দিবস পালনের ডাক

প্রপ্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ক্ষেত্র বেসরকারিকরণের প্রতিবাদে এই ক্ষেত্রের কর্মচারীদের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে ১০ জুলাই যৌথ বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির জয়েন্ট প্ল্যাটফর্ম। বিবৃতিতে এআইইউটিইউসি-র পক্ষে স্বাক্ষর করেছেন সাধারণ সম্পাদক শঙ্কর দাশগুপ্ত। বিবৃতিতে প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেশি-বিদেশি পুঁজিপতিদের বিনিয়োগের সুযোগ দেওয়ার তীব্র নিন্দা করা হয়েছে। শ্রমিক-কর্মচারীদের ধর্মঘটের অধিকার নিষিদ্ধ করে যে অর্ডিন্যান্স জারি করা হয়েছে বিবৃতিতে তারও বিরোধিতা করা হয়েছে। রেল, খনি, ফিনান্সিয়াল সেক্টর সহ প্রতিরক্ষা ব্যবস্থার বেসরকারিকরণ যে বৃহৎ পুঁজিপতিদের স্বার্থে তা উল্লেখ করে একে জাতীয় স্বার্থবিরোধী বলে উল্লেখ করা হয়েছে। সরকারের এই সব পদক্ষেপের বিরুদ্ধে ২৩ জুলাই প্রতিবাদ দিবস পালনের আহ্বান জানানো হয়েছে।

গণদাবী ৭৩ বর্ষ ৩৯ সংখ্যা