Breaking News

ত্রাণকার্যে সিপিডিআরএস

মানবাধিকার সংগঠন সিপিডিআরএস দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির উদ্যোগে ২২ জুন ইয়াস কবলিত কুলতলীর ভাসা এলাকায় প্রায় ১৭০ জন দুর্গত মানুষের হাতে ত্রাণ দেওয়া হয়। জেলা কমিটির সভাপতি ও ভূগোলবিদ ডঃ কানাইলাল দাসের নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম বিধ্বস্ত নদীবাঁধ ঘুরে দেখেন।

সমবেত নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয় ঘটে। আর সুন্দরবনের মানুষের জীবনজীবিকা ধ্বংস হয়। সরকারগুলির চরম উদাসীনতা ও নিষ্ঠুরতার ফলে মানুষের বাঁচার অধিকার আজ প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এ জিনিস চলতে পারে না। সিপিডিআরএস মনে করে নদী বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীদের নিয়ে সুন্দরবনের সংরক্ষণ, নদীবাঁধ স্থায়ীভাবে নির্মাণ ও জনগণের জীবন জীবিকা রক্ষা করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে সক্রিয় উদ্যোগ নিতে হবে।

গণদাবী ৭৩ বর্ষ ৩৭ সংখ্যা