Breaking News

সেইল-এর হেড অফিস সরানোর প্রতিবাদে ৩০ জুন ধর্মঘট সফল করার আহ্বান এআইইউটিইউসি-র

স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (সেইল)-এর হেড অফিস এবং র-মেটেরিয়াল বিভাগ (আর এম ডি) কলকাতা থেকে সরানোর যে সিদ্ধান্ত কেন্দ্রের বিজেপি সরকার নিয়েছে, তার তীব্র বিরোধিতা করেছেন এ আই ইউ টি ইউ সি-র সাধারণ সম্পাদক শঙ্কর দাশগুপ্ত এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান স্টিল ওয়ার্কার্স-এর সাধারণ সম্পাদক অমর চৌধুরী। ১৬ জুন এক বিবৃতিতে তারা এই অপচেষ্টার বিরুদ্ধে ডাকা ৩০ জুনের সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানিয়েছেন।

ব্যয় সঙ্কোচনের এবং কাঁচামাল বিকেন্দ্রীকরণের যে কথা বলে এই অপসারণ, তাকে নিছক অজুহাত হিসাবে আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে আর এম ডি অবলুপ্ত হবে এবং লাভজনক ‘মহারত্ন’-কে সামগ্রিক বেসরকারিকরণের দিকেই ঠেলে দেওয়া হবে। দেশীয় এবং বিদেশি একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থে শুধু বিজেপি নয়, কংগ্রেস পরিচালিত পূর্ববর্তী সরকারগুলিও যে এই অপচেষ্টার শরিক বিবৃতিতে তাও উল্লেখ করা হয়েছে। সেইল কর্তৃপক্ষ ও বিজেপি সরকার এর মধ্য দিয়ে স্টিল ওয়ার্কার্সদের সংগ্রামী ঐক্য ভাঙার যে চেষ্টা চালাচ্ছে বিবৃতিতে তাঁর তীব্র নিন্দা করা হয়েছে। সেইল ওয়ার্কার্সরা ৩০ জুন এর প্রতিবাদে যে ধর্মঘট ডেকেছে তাকে সমর্থন জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে শ্রমিকদের দীর্ঘদিন ধরে পড়ে থাকা বেতন চুক্তি অবিলম্বে কার্যকর করতে হবে।

গণদাবী ৭৩ বর্ষ ৩৬ সংখ্যা