Breaking News

মুখ্যমন্ত্রীকে ব্যাঙ্ককর্মীদের স্মারকলিপি

ফাইল চিত্র

করোনা অতিমারির বর্তমান আবহে অত্যাবশ্যকীয় পরিষেবাগুলির মধ্যে ব্যাঙ্ক পরিষেবাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ব্যাঙ্ককর্মীদের দফতরে যেতে হচ্ছে। কোভিড প্রতিরোধে লোকাল ট্রেন, মেট্রো রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ করা এবং রাস্তায় বাসের সংখ্যা অর্ধেক করে দেওয়ায় সবচেয়ে সমস্যায় পড়েছেন তারা, যারা দূরবর্তী জায়গা থেকে প্রতিদিন বিভিন্ন ব্যাঙ্কের শাখা অফিসে বা এটিএম-এ যাতায়াত করে পরিষেবা দেন। এর ফলে ভিড়ে ঠাসা যানবাহনে সবাইকে বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড। কন্ট্যাক্ট এমপ্লয়িজ ইউনিয়ন, পশ্চিমবঙ্গ-এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে নিম্নলিখিত আবেদন জানানো হয়েছে, ১) অত্যাবশ্যকীয় পরিষেবায় যুক্ত কর্মীদের কর্মস্থলে যাতায়াতের জন্য যেন পর্যাপ্ত সংখ্যায় বিশেষ ট্রেন চালানো হয়, ২) রেলকর্মীদের জন্য যে বিশেষ ট্রেন চলছে তাতে যেন ব্যাঙ্ককর্মী সহ এ ধরনের কর্মীদের যাতায়াতের অনুমতি দেওয়া হয়, ৩) এই অতিমারির আবহে যাঁরা সামনের সারিতে থেকে জনসাধারণের সাথে মিশে অত্যাবশ্যকীয় পরিষেবা দিচ্ছেন, সেই সব কর্মীদের যেন সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য এবং জীবনবিমার আওতায় আনা হয়।

গণদাবী ৭৩ বর্ষ ৩৩ সংখ্যা