Breaking News

পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের রাজ্য সম্মেলন

২৭-২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের চতুর্থ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরে মেচেদার বিদ্যাসাগর স্মৃতি ভবনে। স্যাট-এর রায় মেনে বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান, পঞ্চায়েত কর্মচারীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি, সমস্ত অস্থায়ী কর্মচারীদের মজুরি বৃদ্ধি সাপেক্ষে স্থায়ীকরণ, সমস্ত শূন্যপদে স্থায়ী নিয়োগ, দুর্নীতি রুখতে ফিনান্সিয়াল রুলের কঠোর প্রয়োগ সহ বিভিন্ন দাবিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্থায়ী কর্মচারীরা ছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত অস্থায়ী চুক্তিভিত্তিক পঞ্চায়েত কর্মচারী, ট্যাক্সকালেক্টর, নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে বাল-সহায়িকা ও গৃহ-সহায়িকা এবং সরকারি বিভিন্ন হাসপাতালে চুক্তিতে নিযুক্ত কর্মীরা উপস্থিত ছিলেন। কমরেড সুনির্মল দাসকে সভাপতি ও কমরেড শুভাশিস দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০ জনের রাজ্য কমিটি গঠিত হয়।