Breaking News

পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশনের আন্দোলন

কাজের স্থায়িত্ব, ৬০ বছরের কাজের নিশ্চয়তা, অবসরকালীন সুরক্ষা সহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে সামিল হল পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে ২৭ জানুয়ারি কলকাতার রামলীলা পার্কে জমায়েত করে, বিধানসভা ও নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা থেকে হাজার হাজার সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স বিক্ষোভে অংশগ্রহণ করেন। সংগঠনের এক প্রতিনিধিদল বিধানসভার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি দাবিপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু সংগঠনের পক্ষ থেকে আশ্বস্ত না হওয়ায় তারা পুনরায় রামলীলা ময়দান থেকে নবান্নের উদ্দেশ্যে মিছিল শুরুর উদ্যোগ নিলে বিশাল পুলিশবাহিনী ডিসি সেন্ট্রাল-এর নেতৃত্বে পার্কের দুটি গেট আটকে দেয়। অবরুদ্ধ ভলান্টিয়ার্সরা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নির্মল মাঝি, সভাপতি রেজাউল করিম ও সম্পাদক ওবায়দুল ইসলামের নেতৃত্বে রাজ্য প্রতিনিধি দল শ্রমমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। তিনি দাবিগুলি বিবেচনার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।

অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সোমনাথ বন্দ্যোপাধ্যায়, নির্মল মাঝি, নিতাই বসাক, প্রণয় সাহা বক্তব্য রাখেন। ১০ দিনের মধ্যে রাজ্য সরকারের তরফে সদর্থক ভূমিকা দেখা না গেলে সংগঠন বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।