Breaking News

বাল সহায়িকা ও গৃহ সহায়িকা কর্মীদের ডেপুটেশন

৮ জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে ৫০ জনের বেশি বাল সহায়িকা ও গৃহ সহায়িকা নারী ও শিশুকল্যাণ ও সমাজকল্যাণ দপ্তরে ডেপুটেশন দেন। তাঁরা করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে মিছিল করে বিকাশ ভবনে পৌঁছান। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শুভাশীষ দাস ও বাল সহায়িকাদের নেত্রী শ্রীমতি শান্তি মাজি, সাধনা ঘোষ ও রুমা ধারা দাস। তাদের দাবি স্থায়ী সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে। শুভাশীষ দাস বলেন, দপ্তরের অধীন ৩৪টি ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার প্রোজেক্টের বাল সহায়িকা ও গৃহ সহায়িকা সহ ২৩৮ জন কর্মচারীকে ২০০৩ সাল থেকে বকেয়া ডিএ, সিএএস, লিভ এনক্যাশমেন্ট এবং সর্বশেষ এমনকি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম-২০০৮ এর সুবিধা দেওয়ার নির্দেশ থাকলেও কোনও এক অজ্ঞাত কারণে তাঁরা এই সুবিধা থেকে বঞ্চিত এবং অত্যন্ত দুঃখের হলেও সত্যি আজও তাঁরা মাসিক মাত্র ১৬০০ টাকায় চাকরি করে যাচ্ছেন। এদের বেতন বৃদ্ধির দাবি জানান তিনি।

(গণদাবী-৭৩ বর্ষ ১৮ সংখ্যা_২২ জানুয়ারি, ২০২১)