ঝাড়খণ্ডের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কোলহান৷ এই বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে ছাত্রসংসদ নির্বাচনে এআইডিএসও উল্লেখযোগ্য জয় পেল৷ ঘাটশিলা কলেজে সভাপতি, জামশেদপুর ওয়ার্কার্স কলেজে সহসভাপতি এবং জামশেদপুর গ্র্যাজুয়েট কলেজ ফর ওম্যানসে উপসম্পাদক ও সহসম্পাদক পদে জয়লাভ করেছে ডিএসও৷ রাজ্যে ক্ষমতাসীন বিজেপি ও তার ছাত্রসংগঠন এবিভিপির প্রবল সন্ত্রাস সত্ত্বেও ডিএসও–র এই জয় রাজ্যে বিপুল সাড়া ফেলেছে৷ স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে যে এবিভিপি এই নির্বাচনে জেতার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছে৷ বিজেপির স্থানীয় এমএলএ ও এমপিরা এক–একটা কলেজে নির্বাচন পরিচালনা করেছেন৷ জামশেদপুর ওম্যানস কলেজে হার নিশ্চিত জেনে ২৪ জন প্রার্থীর মধ্যে এবিভিপির ৬ জন বাদ দিয়ে সবার মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে৷ এআইডিএসও ছাড়া এই অঞ্চলে অন্য কোনও বামপন্থী ছাত্রসংগঠন নেই৷ বামপন্থী মনোভাবাপন্ন শিক্ষক বুদ্ধিজীবীরা বামপন্থী ছাত্রসংগঠন ডিএসও–র জয়ে শুভেচ্ছা জানিয়েছেন৷ তাঁরা বলেছেন, ডিএসও–ই লাল পতাকার ইজ্জত রক্ষা করেছে৷