Breaking News

ট্রেন রুট তুলে দেওয়া শুরু করল বিজেপি সরকার

উত্তর রেলের এগারোটি ট্রেন লাইন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিল রেল দপ্তর। রেল পরিষেবাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থনৈতিকভাবে লাভজনক নয় এই অজুহাতে ১০ ডিসেম্বর ১১টি লাইন পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়ার জন্য অধ্যাদেশ জারি করা হয়েছে। বেসরকারিকরণের লক্ষে্য কেন্দ্র সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যেসব লাইনে অর্থনৈতিকভাবে লাভ হয় না সেগুলি একের পর এক বন্ধ করে দেওয়া হবে এবং ছোট স্টেশনে বেশিরভাগ ট্রেন দাঁড়াবে না। কিছু স্টেশনও বন্ধ হবে। এই প্রক্রিয়ায় আগামী দিনে আরও বহু রেললাইন ও ছোট স্টেশনে কোপ পড়বে। অথচ এই জরুরি পরিষেবা দিতে সরকার ভারতীয় জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। সেই জন্য বহু দুর্গম এলাকায় অর্থনৈতিকভাবে লাভ না হওয়া সত্তে্বও ট্রেন চালানো হয়। কিন্তু আগামী দিনে এইসব এলাকায় আর কোনও ট্রেন চলবে না। সাধারণ মানুষের সুযোগ-সুবিধার আর কোনও তোয়াক্কাই বর্তমান কেন্দ্রীয় সরকার করছে না।

এস ইউ সি আই (কমিউনিস্ট) এর তীব্র বিরোধিতা করেছে। বিরোধিতা করেছে নাগরিক প্রতিরোধ মঞ্চ।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১৩ সংখ্যা_১৮ ডিসেম্বর, ২০২০)