মধ্যপ্রদেশের গুনা জেলার বরখোড়াগিরদ, পরসোদা, সিরসি সহ ১৫টি গ্রামের কৃষকরা ২৯ অক্টোবর রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির জেলা দপ্তর ঘেরাও করেন। রবি ফসলের মরসুমে সঠিক ভোল্টেজে ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, অতিরিক্ত বিদ্যুৎ বিল মকুবের দাবি জানান তাঁরা। কৃষক প্রতিনিধিরা বলেন, গ্রামে পর্যাপ্ত ট্রান্সফরমার না বসিয়ে অতি লোডে ভারাক্রান্ত লাইন থেকেই কৃষকদের কানেকশন নিতে বাধ্য করা হচ্ছে। তাঁদের পাম্প চলছেই না। অথচ মাসের শেষে আকাশছোঁয়া বিদ্যুৎ বিল আসছে। এআইকেকেএমএস-এর রাজ্য সম্পাদক মনীষ শ্রীবাস্তব এই কৃষক বিক্ষোভে বক্তব্য রাখেন।