কোলাঘাট ফুল বাজারে রেল দপ্তর কিছু দিন আগে ব্যবসা চার্জ স্তরভেদে দ্বিগুণ থেকে চারগুণ বাড়িয়ে দিয়েছিল৷ এর বিরুদ্ধে তখনই প্রতিবাদে নামে পূর্ব মেদিনীপুর জেলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতি৷ সর্বস্তরের মানুষের অংশগ্রহণের ভিত্তিতে এই আন্দোলন তীব্র রূপ ধারণ করে৷ অবশেষে মহকুমা শাসক রেলদপ্তরের অধিকর্তা সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠকে বসেন৷ তাতে সিদ্ধান্ত হয়– যে সমস্ত মহিলারা বেল–তুলসীপাতা–দূর্বা-ধুতরাফুল বিক্রি করে সামান্য অর্থ উপার্জন করেন তাঁদের কোনও চার্জ দিতে হবে না৷ স্টল হোল্ডারদের কাছ থেকে বর্ধিত ৪২ টাকার পরিবর্তে ২৫ টাকা করে নেওয়া হবে প্রতিদিন৷ টিকিট কালেক্টরেরা কোনও জবরদস্তি করবেন না৷ বাজারের পরিকাঠামো উন্নত করা হবে৷ সমিতির সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক আন্দোলনের এই জয়ে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন৷