Breaking News

গ্রামীণ ভারত বনধ সর্বাত্মক সংগ্রামী কৃষক ও খেতমজুরদের অভিনন্দন – এস ইউ সি আই (সি)

২৫ সেপ্টেম্বর গ্রামীণ ভারত বনধকে সর্বাত্মক রূপ দেওয়ার জন্য সংগ্রামী কৃষক এবং খেতমজুরদের অভিনন্দন জানিয়েছেন এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ। ওই দিন এক বিবৃতিতে তিনি বলেন, সংসদে সংখ্যাধিক্যের জোর খাটিয়ে তিনটি কৃষক বিরোধী বিল পাশ করিয়ে নিয়েছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে সারা দেশের সংগ্রামী কৃষক-খেতমজুররা যে ভাবে রুখে দাঁড়িয়ে গ্রামীণ ভারত বনধকে সর্বাত্মক রূপ দিয়েছেন, তাঁদের অভিনন্দন জানাই। এই কৃষক বিরোধী এবং জনবিরোধী আইনগুলি দেশের কৃষি বাজারকে পুরোপুরি দেশি এবং বিদেশি বহুজাতিক কর্পোরেট সংস্থার হাতে তুলে দেবে। গরিব চাষি, নিম্ন ও মধ্য চাষি এবং খেতমজুরদের কাছে আমাদের আবেদন, সংগঠিত হয়ে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলুন। আন্দোলনের তীব্রতা এমন বৃদ্ধি করুন যাতে বিজেপি সরকার এই কালা কানুন প্রত্যাহার করতে বাধ্য হয়। অন্যান্য অংশের খেটে খাওয়া মানুষের কাছে আমাদের আবেদন, সারা দেশ জুড়ে এই আন্দোলনকে জোরদার করার জন্য সর্বশক্তি নিয়ে এগিয়ে আসুন।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৭ সংখ্যা_২৮ সেপ্টেম্বর, ২০২০)