রেল বেসরকারিকরণের বিরুদ্ধে মধ্যপ্রদেশে গণস্বাক্ষর অভিযান

বিজেপি সরকারের রেল বেসরকারিকরণের নীতির বিরুদ্ধে মধ্যপ্রদেশে ব্যাপক গণস্বাক্ষর অভিযানে নেমেছে ‘নিজিকরণ বিরোধী আন্দোলন কমিটি’। গত বছর ডিসেম্বর মাসে ইন্দোরে অনুষ্ঠিত এক কনভেনশনে প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল আনন্দমোহন মাথুর, বিশিষ্ট অর্থনীতিবিদ অরুণ কুমার, বিশিষ্ট কৃষক নেতা সত্যবান, এস ইউ সি আই (সি) দলের মধ্যপ্রদেশ রাজ্য সম্পাদক প্রতাপ সামল এবং বহু সাংবাদিক, বুদ্ধিজীবী, শ্রমিক-কৃষক, ছাত্র-যুব সহ কয়েক শত প্রতিনিধিদের উপস্থিতিতে গঠিত হয় বেসরকারিকরণ বিরোধী গণকমিটি।

করোনা পরিস্থিতির জন্য কিছুদিন কমিটির কাজ ব্যাহত হলেও ৯ আগস্ট থেকে কমিটি শুরু করেছে এক মাস ব্যাপী অনলাইন স্বাক্ষর সংগ্ররে কর্মসূচি। ওইদিন এক ভার্চুয়াল (অনলাইন) সভায় কমিটির সভাপতি আনন্দমোহন মাথুর, বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটকর, পোস্টাল ইউনিয়নের সম্পাদক সাফি সেখ, প্রতাপ সামল প্রমুখ এই এক মাসব্যাপী স্বাক্ষর সংগ্রহ অভিযানের সূচনা করেন। হাজার স্বাক্ষর সংগ্রহ করে কমিটি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর ব্যবস্থা করেছে। ইতিমিধ্যে আন্দোলনের সমর্থনে এগিয়ে এসেছেন, জেএইউয়ের প্রাক্তন অধ্যাপক এবং শহিদ ভগৎ সিংয়ের প্রামাণ্য জীবনীকার অধ্যাপক চমনলাল, চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং, বিশিষ্ট সাহিত্যিক গওহর রাজা, পশ্চিম মধ্য রেল কর্মচারী ইউনিয়নের সম্পাদক মুকেশ গালওব, সহ বহু বিশিষ্ট নাগরিক। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ মাধ্যমে হাজার হাজার মানুষ এই পিটিশনে স্বাক্ষর করেছেন। প্রতিদিনই সেই সংখ্যা বাড়ছে।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৫ সংখ্যা_১০ সেপ্টেম্বর, ২০২০)

Check Also

সব রাজ্যের সব শাসকের ভরসা ‘খয়রাতি’তেই

গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট নাগরিকদের অধিকার। প্রতিনিধি নির্বাচনের অধিকার। বিধানসভা, লোকসভার মতো আইনসভাগুলিতে কে জনগণের প্রতিনিধিত্ব …