Breaking News

চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীকে প্রতিবাদপত্র যুবশ্রীদের

পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির আহ্বানে ১ সেপ্টেম্বর থেকে যুবশ্রী পত্র-প্রতিবাদ কর্মসূচি চলছে। রাজ্য জুড়ে হাজার হাজার যুবশ্রী তরুণ-তরুণী মুখ্যমন্ত্রী উদ্দেশে লেখা চিঠিতে চাকরির আবেদন জানান। বহুবার আবেদন সত্ত্বেও ২০১৩ সালে দেওয়া মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি– যুবশ্রী থেকে স্থায়ী কর্মসংস্থান আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। গত ৭ ফেব্রুয়ারি বিধানসভা গেটে এই দাবিতে বিক্ষোভরত যুবশ্রীদের উপর পুলিশ লাঠিচার্জ করে বহুজনকে আহত করে, গ্রেপ্তারও করে অনেককে। যুবশ্রী থেকে স্থায়ী কর্মসংস্থান, চাকরি না দেওয়া পর্যন্ত জীবনধারণের মতো ভাতা প্রদান প্রভৃতি দাবিতে যুবশ্রীরা বর্তমান করোনা পরিস্থিতিতে চিঠি লিখে ডাকযোগে নবান্নের উদ্দেশে পাঠাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হবেন বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৫ সংখ্যা_১০ সেপ্টেম্বর, ২০২০)