বিশ্বভারতীর তাণ্ডব থেকে দু’দলকেই সরে দাঁড়াতে হবে — এস ইউ সি আই (কমিউনিস্ট)

 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এস ইউ সি আই (সি) বীরভূম জেলা কমিটি। ২১ জানুয়ারি এক বিবৃতিতে জেলা সম্পাদক কমরেড মদন ঘটক বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারে ক্ষমতাসীন দুটি দল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তাদের আধিপত্য কায়েম করার জন্য যে সমস্ত কার্যকলাপ করছে তা বিশ্বভারতীর মতো ঐতিহ্যসম্পন্ন শিক্ষাঙ্গনের পঠন-পাঠনের মুক্ত পরিবেশকে বিঘ্নিত করছে। এমনকি বর্তমান উপাচার্যও ক্ষমতাসীন দলের হাতের পুতুলে পরিণত হয়েছেন।

এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গবেষক, শিক্ষক, শিক্ষাকর্মী, প্রাক্তনী ও আশ্রমিকদের কাছে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আবেদন করে কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলি হল– এই রাজনৈতিক তাণ্ডব থেকে উভয় দলকেই সরে দাঁড়াতে হবে, বর্তমান উপাচার্যকে অপসারণ করে দল নিরপেক্ষ কোনও উপাচার্য নিয়োগ করতে হবে, কবিগুরু প্রতিষ্ঠিত আশ্রমিক মডেলের ঐতিহ্য রক্ষা করতে হবে, ছাত্রছাত্রীদের শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধান ও সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে তাদের অবশ্যই সংগঠিত হওয়ার ও গণতান্ত্রিক পথে দাবি-দাওয়া পেশ করার সুযোগ রাখতে হবে।