Breaking News

নদীয়ায় শহিদ কমরেড আব্দুল ওদুদ স্মরণ

১৯৯৮ সালের ২৯ মে সিপিএম ঘাতক বাহিনীর হাতে নিহত এস ইউ সি আই (সি) নদীয়া জেলা কমিটির অন্যতম সদস্য, জননেতা কমরেড আব্দুল ওদুদের ২৩ তম শহিদ দিবস পালিত হল।

ওই দিন সকালে বারুইপাড়া গ্রামের পাড়ায় পাড়ায় মাল্যদান এবং বিকেলে করোনা জনিত লকডাউনের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে শহিদ আব্দুল ওদুদের স্মরণে সভা অনুষ্ঠিত হয় বারুইপাড়া বাজারে। শহিদের স্মৃতিসৌধে মাল্যদান, সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ স্মরণে রচিত সঙ্গীত, কিশোর বাহিনীর গার্ড অফ অনার প্রদর্শন, শহিদ আব্দুল ওদুদ স্মরণে রচিত সঙ্গীত পরিবেশন এবং তাঁর সংগ্রামী জীবন নিয়ে স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন দলের বারুইপাড়া লোকাল কমিটির সম্পাদক কমরেড মনিরুজ্জামান মণ্ডল, নদীয়া জেলা কমিটির সদস্য, কমরেড বাতশোভা বেগম। স্মরণ সভার প্রধান বক্তা ছিলেন, দলের রাজ্য কমিটির সদস্য কমরেড মহিউদ্দিন মান্নান। আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে স্মরণসভার কাজ সমাপ্ত হয়।