Breaking News

শ্রমমন্ত্রীর দ্বারস্থ হোসিয়ারি শ্রমিকরা

ফাইল চিত্র

নোভেল করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে ডাকা লকডাউনের ফলে পূর্বমেদিনীপুর জেলার কয়েক হাজার হোসিয়ারী শ্রমিক চরম সংকটের সম্মুখীন। সরকারের পক্ষ থেকে কারখানার মালিকদের শ্রমিকদের আর্থিক সাহায্য প্রদানের কথা বলা হলেও বাস্তবে রাজ্যের কোনও হোসিয়ারী কারখানার মালিক শ্রমিকদের আর্থিক সাহায্য করার ক্ষেত্রে বা মজুরি বাবদ টাকা দেওয়ার ক্ষেত্রে এখনও পর্যন্ত এগিয়ে আসেনি। এমতাবস্থায় ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পক্ষ থেকে ৩ এপ্রিল রাজ্যের শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী মলয় ঘটকের কাছে স্মারকলিপি পাঠানো হয়। অবিলম্বে কারখানার মালিকরা যাতে শ্রমিকদের এই পরিস্থিতিতে আর্থিক সাহায্য করে সে জন্য আবেদন জানানো হয়েছে। স্মারকলিপিতে ইউনিয়নের পক্ষে দিলীপ ভট্টাচার্য, দীপক দেব, মধুসূদন বেরা, নেপাল বাগ প্রমুখ অভিযোগ করেন, এমনিতেই চলতি বছরে হোসিয়ারী শিল্পে মন্দা চলছিল। তারপর এই লকডাউন পরিস্থিতিতে শ্রমিকরা তাদের সন্তান-সন্ততিদের মুখে দু’বেলা অন্ন জোগাতে হিমসিম খাচ্ছেন। বর্তমানে সরকারি সাহায্য বা মালিকদের দ্বারা বেতন বা আর্থিক সাহায্য না পেলে শ্রমিকদের চরম দুর্দশার মধ্যে পড়তে হবে।