বিদ্যুৎ গ্রাহক সংগঠন অ্যাবেকার সাধারণ সম্পাদক প্রদ্যুৎ চৌধুরী ৩ এপ্রিল পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশে প্রেরিত এক স্মারকলিপিতে দাবি করেছেন, লকডাউনের সময়কালে ২০০ ইউনিট পর্যন্ত সকল গ্রাহকের বিদ্যুৎ বিল সম্পূর্ণ মকুব করতে হবে। তাঁর দাবি, লকডাউনের মধ্যে বিদ্যুৎ বিল শোধ না করতে পারলেও লাইন কাটা যেন না হয়। একই সাথে এই সময়ে কৃষি বিদ্যুতের বিলও মকুবের দাবি জানিয়েছে অ্যাবেকা।