ত্রিপুরা : মানব মুক্তির দিশারি কার্ল মার্কসের ১৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ মার্চ আগরতলার় প্যারাডাইস চৌমুহনিতে ছবিতে মাল্যদান এবং উদ্ধৃতি প্রদর্শনীর আয়োজন করে এস ইউ সি আই (সি) ত্রিপুরা রাজ্য সংগঠনী কমিটি। উদ্বোধন করে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক কমরেড অরুণ ভৌমিক।
সিকিম : মহান বিপ্লবী দার্শনিক কার্ল মার্কস স্মরণ দিবস পালিত হয় সিকিমের গ্যাংটক শহরে (ছবি)। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই সভায় মহান মার্কসের জীবন সংগ্রাম ও তাঁর যুগান্তকারী মতাদর্শের প্রতি গভীর আকর্ষণ দেখা যায়। বর্তমান সঙ্কটকালীন পরিস্থিতিতে কেন একমাত্র মার্কসবাদই পথ দেখাতে কেন সক্ষম– সে বিষয়ে আলোচনা হয়। আলোচনা করেন এআইডিএসও-র সর্বভারতীয় কাউন্সিল সদস্য ও রাজ্য ইনচার্জ কমরেড ভানুভক্ত শর্মা এবং সংগঠনের সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়ক।