গণদাবী পত্রিকায় ধারাবাহিকভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সংক্ষিপ্ত জীবনী প্রকাশিত হচ্ছে। স্বল্প পরিসরে কর্মময় জীবনের বর্ণনাটি একটি মূল্যবান গবেষণাপত্রের দাবি রাখে। বিশেষত শিক্ষাবিস্তারের জন্য তাঁর প্রচেষ্টার বিস্তারিত বিবরণ রচনাটিকে বিশিষ্ট করেছে। সংস্কৃতজ্ঞ পণ্ডিত বিদ্যাসাগর সেই যুগের থেকে অনেক এগিয়েছিলেন, তিনি ছিলেন বিজ্ঞানমনস্ক আধুনিক বাঙালি। রচনাটিতে বিদ্যাসাগর চরিত্রের বৈশিষ্ট্যগুলি সুন্দরভাবে আলোচনা করে লেখক সার্থক শ্রদ্ধা নিবেদন করেছেন।
রচনাটি পুস্তিকাকারে প্রকাশ করে মানুষের হাতে পৌঁছনোর ব্যবস্থা হোক, এই আমার অনুরোধ।
রঞ্জনকুমার বন্দ্যোপাধ্যায়, কলকাতা- ৭০০০৯১