Breaking News

এনআরসি বিরোধিতায় নাগরিক সমাবেশ জেলায় জেলায়

 

কৃষ্ণনগর : শহরের পৌরসভা হলে ১১ জানুয়ারি এক নাগরিক কনভেনশনে প্রধান বক্তা ছিলেন সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির সম্পাদক গোপাল বিশ্বাস৷ উপস্থিত ছিলেন শিক্ষক, নাট্যব্যক্তিত্ব সহ অনেক বিশিষ্ট মানুষ৷ মহিমারঞ্জন গাঙ্গুলীকে সম্পাদক ও আফতাবুদ্দিন সেখকে সভাপতি করে ২৩ জনের এনআরসি বিরোধী নাগরিক কমিটি কৃষ্ণনগর শাখা গঠিত হয়৷

হাওড়া : ১১ জানুয়ারি হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুলে এনআরসি বিরোধী নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়৷ কনভেনশনে শিক্ষক, অধ্যাপক, শিক্ষাবিদ, চিকিৎসক, অ্যাডভোকেট, সমাজকর্মী সহ সর্বস্তরের শতাধিক বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন৷ প্রধান বক্তা ছিলেন সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির সহ সম্পাদক অংশুমান রায়৷ কনভেনশন থেকে জাতীয় ফুটবলার সুব্রত চ্যাটার্জীকে সভাপতি এবং তাপস বেরাকে সম্পাদক করে এনআরসি বিরোধী হাওড়া জেলা নাগরিক কমিটি গঠিত হয়৷

মেদিনীপুর : এনআরসি–সিএএ–এনপিআর বিরোধী নাগরিক কনভেনশন হল মেদিনীপুর শহরের রেডক্রস সোসাইটি হলে ১১ জানুয়ারি৷ সভাপতিত্ব করেন প্রবীণ নাগরিক রামতোষ মুখার্জী৷ বক্তব্য রাখেন আইনজীবী গৌতম মল্লিক, প্রাক্তন ডেপুটি সেক্রেটারি মহম্মদ আবু সালেহ, প্রধান শিক্ষক সৌকত আলি, প্রধান শিক্ষক অতীন্দ্র বেরা৷ দীপক পাত্রকে সম্পাদক, রামতোষ মুখার্জীকে সভাপতি করে মেদিনীপুর শহর এনআরসি বিরোধী নাগরিক কমিটি গঠিত হয়৷

তমলুক : জনস্বার্থ বিরোধী, সাম্প্রদায়িক ও ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী এনআরসি–সিএএ–এনপিআর বাতিলের দাবিতে তমলুকের মানিকতলা মোড়ে অবস্থান–বিক্ষোভ সংগঠিত হল শিল্পী সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী ও বুদ্ধিজীবী মঞ্চ এবং এনআরসি বিরোধী নাগরিক কমিটি ও সিপিডিআরএস–এর যৌথ উদ্যোগে৷ এই সভায় বক্তব্য রাখেন অধ্যাপক সঞ্জীব কুইলা, আইনজীবী ময়ূখময় অধিকারী, সৈয়দ মালেকুজ্জামান, সাংবাদিক মানিক মাইতি, সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির রাজ্য কমিটির সদস্য জীবন দাস প্রমুখ৷ সভায় শতাধিক বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন৷

শিলিগুড়ি : ১৮ জানুয়ারি এনআরসি–সিএএ–এনপিআর-এর প্রতিবাদে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয় কাঞ্চনজঙঘা স্টেডিয়াম হলে৷ বক্তব্য রাখেন সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির সদস্য আইনজীবী শুভ্রাংশু চাকি, নাট্য পরিচালক পার্থ চৌধুরী, শিক্ষক নৈয়ার আলম, ডাঃ শাহরিয়ার আলম, অশোক ছেত্রী, অধ্যাপক অজিত কুমার রায়, পলক চক্রবর্তী, রাজেন্দ্র প্রসাদ সিং, অধ্যাপক বিকাশরঞ্জন দেব, রজি আহমেদ, অরুণ রাহা প্রমুখ৷ আইনজীবী অরুণপদ রাহাকে সভাপতি এবং আবুল কাশেম ও দীপ্তি রায়কে যুগ্মসম্পাদক করে ৪৫ জনের কমিটি গঠিত হয়৷

পূর্ব বর্ধমান : ৩ জানুয়ারি বর্ধমান টাডন হলে অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা এনআরসি বিরোধী নাগরিক কনভেনশন৷ উপস্থিত ছিলেন মানবাধিকার আন্দোলনের নেতা সুজাত ভদ্র, সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির সম্পাদক গোপাল বিশ্বাস সহ জেলার বিশিষ্ট নাগরিক৷ সভাপতিত্ব করেন শিল্পী–সাংস্কৃতিক কর্মী–বুদ্ধিজীবী মঞ্চের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক শঙ্করীপ্রসাদ চট্টোপাধ্যায়৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক নাগরিকের উপস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী আইন–২০১৯, এনআরসি, এনপিআর বাতিলের দাবিতে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আইনজীবী সৈয়দ মুজতবা আলিকে সভাপতি ও অরবিন্দ সাহাকে সম্পাদক করে জেলা কমিটি গঠিত হয়৷