কুঁদঘাটে ম্যানহোলে পড়ে ৪ জন শ্রমিকের মৃত্যু প্রসঙ্গে এস ইউ সি আই(সি) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৬ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন,
“পৌরসভার কাজে ম্যানহোলে নেমে কাজ করতে গিয়ে গতকাল ৪জন শ্রমিকের মৃত্যু শুধু মর্মান্তিকই নয়, তা চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার প্রমাণ। এমন কাজে নিযুক্ত যাঁদের করা হয়েছিল তাঁদের জন্য যে সতর্কতা নেওয়ার প্রয়োজন ছিল তা কর্তৃপক্ষ নিয়েছিল কি? গরীব শ্রমজীবী মানুষের মৃত্যু মিছিল কি এভাবেই চলতে থাকবে? তাঁদের জন্য ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা করা হবে না? সাম্প্রতিক অতীতে উত্তরাখণ্ডে হিমবাহ ধ্বসে এভাবেই সুরক্ষাহীন শ্রমিকদের মৃত্যু হয়েছিল। তারও কিছুদিন আগে শতশত পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল রাস্তায় পড়ে। সুরক্ষাহীন অবস্থায় শ্রমজীবী মানুষকে মৃত্যুর দিকে এভাবে ঠেলে দেওয়াকে আমরা গভীর অন্যায় বলে মনে করি। আমরা অবিলম্বে শ্রমিক পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ সহ প্রতি পরিবারের একজনকে সরকারি চাকুরি প্রদানের দাবি করছি। সাথে সাথে ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা না ঘটে, তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানাচ্ছি”।