৮ জানুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ১২ দফা দাবিতে যে ধর্মঘট ডেকেছে তাকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়ে এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৮ জানুয়ারি এর বিবৃতিতে বলেন,
বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার তাদের কর্পোরেট প্রভুদের নির্লজ্জ সেবার জন্য শ্রমিক–কৃষক বিরোধী নীতি নিচ্ছে তার বিরুদ্ধে ৮ জানুয়ারির দেশজোড়া সাধারণ ধর্মঘটকে আমরা সর্বতোভাবে সমর্থন করছি৷ একই সাথে আমরা দাবি জানাচ্ছি,
১৷ সাম্প্রদায়িকদূরভিসন্ধিপ্রসূত এনআরসি–সিএএ–এনপিআর বাতিল করতে হবে৷
২৷ এনআরসি–সিএএ বিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া সকলকে নিঃশর্তে মুক্তি দিতে হবে৷ আন্দোলনের উপর বর্বর পুলিশি অত্যাচার চালিয়ে মানুষকে নির্বিচারে হত্যা ও আহত করার ঘটনার বিচারবিভাগীয় নিরপেক্ষ তদন্ত করতে হবে৷ দোষী অফিসারদের শাস্তি দিতে হবে৷ নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে৷
৩৷ মূল্যবৃদ্ধি রদ করতে হবে৷ সমস্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য চালু করতে হবে৷
৪৷ সমস্ত বেকারদের স্থায়ী চাকরি দিতে হবে৷ ছাঁটাই শ্রমিকদের পুনর্নিয়োগ করতে হবে৷
৫৷ কৃষকদের ফসলের লাভজনক দাম দিতে হবে৷ সমস্ত কৃষককে সস্তা দরে কৃষি উপকরণ সস্তায় সরবরাহ করতে হবে৷ সমস্ত ধরনের কৃষিঋণ মকুব করতে হবে৷
৬৷ চরম জনবিরোধী জাতীয় শিক্ষানীতি ২০১৯ এবং ন্যাশনাল মেডিকেল কমিশন আইন সহ শিক্ষা ও স্বাস্থক্ষেত্রে সমস্ত জনস্বার্থ বিরোধী নীতি বাতিল করতে হবে৷ মেডিকেল ও সাধারণ শিক্ষায় অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে৷ শিক্ষার বাণিজ্যিকীকরণ, গৈরিকীকরণ বন্ধ করতে হবে৷
৭৷ নারী নির্যাতন রোধে কড়া পদক্ষেপ নিতে হবে৷ দ্রুত বিচার ও দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে৷
জনসাধারণের কাছে আমাদের আবেদন, এই সমস্ত দাবিতে দেশ জুড়ে সুসংগঠিত ও দীর্ঘস্থায়ী গণআন্দোলন গড়ে তুলতে গণকমিটি গড়ে তুলুন ও তার স্বেচ্ছাসেবক হিসাবে নথিভুক্ত হোন৷
৮ জানুয়ারির ধর্মঘটকে সর্বাত্মক সফল করার জন্য সক্রিয়ভাবে এগিয়ে আসুন৷