ওড়িশার বিজেডি সরকার প্রাইমারি ও আপার–প্রাইমারি মিলিয়ে ৮২৮টি স্কুল বন্ধ করে দিল৷ স্কুলগুলিতে ১০ জনের কম ছাত্র রয়েছে, এ
কথা জানিয়ে রাজ্যের স্কুল শিক্ষাদপ্তর এক নির্দেশিকায় বলেছে, এই স্কুলগুলি বন্ধ করে দেওয়া হল৷ এরকম আরও ৮৫৪৭টি স্কুল শিক্ষা দপ্তরের নজরে রয়েছে, যাদের ছাত্রসংখ্যা ২৫ কিংবা তার কম৷ এগুলিও বন্ধের সতর্কবার্তা জারি করা হয়েছে৷
অন্যান্য জেলা ছাড়াও আদিবাসী অধ্যুষিত রায়গড় ও কান্ধামাল জেলার স্কুলগুলি রয়েছে এই তালিকায়৷ এরকম ১২১টি প্রাইমারি ও ১০১টি আপার–প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে৷
কেন এই স্কুলগুলিতে এত ছাত্র কমে গেল? কেন এই ড্রপ আউট? পাশ–ফেল তো নেই অষ্টম শ্রেণি পর্যন্ত৷ এরাজ্যের যারা বাস্তব থেকে মুখ ফিরিয়ে মনগড়া ধারণা থেকে বলছেন পাশ–ফেল চালু করলে স্কুলছুট বাড়বে, এই তথ্য তার বিপরীত৷ স্কুল ছুটের কারণ ভয়াবহ দারিদ্র৷ গরিব মানুষ তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারছে না অভাবের জন্য৷ সন্তানদের তারা পাঠাচ্ছেন কাজের বাজারে, রোজগারের জন্য৷ আর ধনীরা সরকারি স্কুলে সন্তানদের পাঠাচ্ছেন না পাশ–ফেল নেই বলে, শিক্ষার মান অনুন্নত বলে৷