কেন্দ্রের বিজেপি সরকার ৮০০টি জীবনদায়ী ওষুধের ব্যাপক দাম বাড়িয়ে দিয়েছে। রাজ্য সরকার হাসপাতালে ২৮৩টি ওষুধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাকে বিমানির্ভর করে দেওয়া হয়েছে। হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন, পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলাশাসক এবং সিএমওএইচ দপ্তরে পাঁচ দফা দাবিপত্র পেশ করা হয়। প্রতিবাদ মিছিলের পর দামবৃদ্ধির সার্কুলারে অগ্নিসংযোগ করেন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (পি এম পি এ আই)-র জেলা সম্পাদক রামচন্দ্র সাঁতরা। উপস্থিত ছিলেন চিকিৎসক অর্জুন ঘোড়ই, প্রণব মাইতি, নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ।