পরিচারিকাদের পরিচয়পত্র প্রদান, সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্তকরণ, ন্যূনতন মাসিক সাড়ে সাত হাজার টাকা ভাতা, সপ্তাহে একদিন ছুটি এবং করোনা আবহে বেতন বন্ধ না করা সহ নানা দাবিতে ৭ অক্টোবর মানিকতলা মোড়ে সারা বাংলা পরিচারিকা সমিতির পক্ষ থেকে বিক্ষোভ ও সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র নেতৃত্বে রেল-বিমা-কয়লাখনি সহ নানা ক্ষেত্রে ব্যাপক বেসরকারিকরণের বিরুদ্ধে সপ্তাহব্যাপী যে প্রতিবাদ কর্মসূচি ঘোষিত হয়েছিল তারই অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। বক্তব্য রাখেন সন্ধ্যা পাল, আলিমা বিবি, সন্ধ্যা ভুঁইয়া প্রমুখ। সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন পরিচারিকা সমিতির জেলা নেতৃত্ব অসীমা পাহাড়ি এবং এআইইউটিইউসি-র জেলানেতা জ্ঞানানন্দ রায়।