৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধবংসের দিনে এস ইউ সি আই (কমিউনিস্ট)এর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল এসপ্ল্যানেডে লেনিন মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে রামলীলা পার্ক পর্যন্ত পৌঁছায়। মিছিলে নেতৃত্ব দেন দলের পলিটবুরো সদস্য, রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন ঘোষাল, কলকাতা জেলা সম্পাদক সুব্রত গৌড়ী, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নভেন্দু পাল প্রমুখ নেতৃবৃন্দ। রামলীলা পার্কে রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, বিজেপি আরএসএস-এর সাম্প্রদায়িক রাজনীতি শ্রমজীবী মানুষেরই সবচেয়ে বেশি ক্ষতি করছে। ফলে মানুষের জীবনের দাবিগুলি পিছনে চলে যাচ্ছে। তাই শ্রমজীবী মানুষের দাবিগুলি নিয়ে ঐক্যবদ্ধ গণআন্দোলনের পথেই সাম্প্রদায়িকতাকে রুখতে হবে। তিনি শ্রমিক কৃষকসহ সমস্ত স্তরের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলে সাম্প্রদায়িকতাকে পরাস্ত করার জন্য আহ্বান জানান। ওই দিন রাজ্যের সব জেলা ও অন্য রাজ্যেও মিছিল, সভা ইত্যাদি হয়।