Breaking News

৫ জুন দেশ জুড়ে ‘কৃষি বাঁচাও কর্পোরেট হটাও’ দিবস পালিত

সিংঘু বর্ডার ৫ জুন

তমলুক, পূর্ব মেদিনীপুরঃ তমলুক কৃষি আইন-২০২০ বাতিলের দাবিতে দেশজুড়ে লাগাতার আন্দোলন চলছে। দিল্লিতে দীর্ঘ সাত মাস ধরে ধরনা চলছে। এই আন্দোলনকে আরও তীব্রতর করতে ৫ জুন অল ইন্ডিয়া কিসান মজদুর সংগঠন দেশজুড়ে কৃষি বাঁচাও কর্পোরেট হটাও দিবস পালন করে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, অফ লাইন এবং অন লাইনে ব্যাপক প্রতিবাদ হয়েছে। এ দিন পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে, নোনাকুড়ি বাজার, এগরা, ময়না এবং রাধাবল্লভপুর সহ জেলা জুড়ে কৃষকরা কৃষি আইনের প্রতিলিপি পোড়ান। প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন এ আইকেকে এম এস-এর পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম নেতা কমরেড প্রবীর প্রধান। এছাড়া উপস্থিত ছিলেন সামসাদ খান, রঞ্জিত পড়িয়া প্রমুখ।

নদিয়াঃ ৫ জুন নদীয়া জেলায় কৃষক সংহতি মঞ্চ কৃষ্ণনগর শাখার পক্ষ থেকে কৃষি বাঁচাও কর্পোরেট হটাও দিবসে শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে নয়া কৃষি আইনের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কৃষক সংহতি মঞ্চের অন্যতম আহ্বায়ক জয়দীপ চৌধুরী এবং প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন শেষাদ্রী রায়।

বারুইপাড়া
তমলুক
গুনা
কৃষ্ণনগর
বর্ধমান
দিল্লি