Breaking News

৫ আগস্টের সমাবেশে উপচে পড়া ভিড়

‘ভোটবাজ দলগুলোর প্রতারণা থেকে বাঁচতে গেলে জনগণকে রাজনীতি বুঝতে হবে’ : প্রভাস ঘোষ

৫ আগস্ট, এ যুগের অন্যতম বিশিষ্ট মার্কসবাদী দার্শনিক, এস ইউ সি আই (সি) দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষের ৪৪তম স্মরণ দিবস পালিত হল সারা দেশের ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে৷ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের বিশাল সমাবেশে বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি)–র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ৷ স্টেডিয়াম উপচে বাইরের চত্বরেও ছিলেন হাজার হাজার মানুষ৷ কিশোর বাহিনী কমসোমল মহান নেতার প্রতি গার্ড অব অনার জানায়৷ সভার শুরুতেই কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে প্রস্তাব পেশ করা হলে সমবেত হাজার হাজার মানুষের সমর্থনে তা গৃহীত হয়৷

কমরেড প্রভাস ঘোষ বলেন, একবার এ দল, তারপর ও দল করে ভোটের রাজনীতিতে ফেঁসে যাবেন না৷ বারবার ঠকছেন, এ থেকে বাঁচতে হলে রাজনীতি চিনুন, গণআন্দোলনের পথে বিপ্লবী চেতনা গড়ে তুলুন৷

এই বিশাল সমাবেশে উপস্থিত ছিলেন দলের পলিটবুরো ও কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ৷ সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য৷

(গণদাবী : ৭২ বর্ষ ২ সংখ্যা)

 

Check Also

আর জি করঃ অভিযুক্তদের বাঁচাতে কেন্দ্র-রাজ্য যোগসাজশ, বিচার না পেলে জনগণ কিন্তু ছাড়বে না

স্তম্ভিত সারা দেশ। এ-ও কি সম্ভব! যে অন্যায়ের শাস্তি চেয়ে সারা রাজ্য, দেশ উত্তাল হয়েছে …