Breaking News

২৯ ডিসেম্বর নাগরিক সভায় নারী নির্যাতন প্রতিরোধের অঙ্গীকার

২৯ ডিসেম্বর রবিবার নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে দামিনী স্মরণ দিবসে অভয়ার বিচার চেয়ে শিয়ালদা কোলে মার্কেটের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মহম্মদ আনিসুল করিম। বক্তব্য রাখেন সার্ভিস ডক্টরস ফোরামের সভাপতি ডাঃ দুর্গাপ্রসাদ চক্রবর্তী, জুনিয়র ডাক্তার আন্দোলনের অন্যতম নেতা ডাঃ অনিকেত মাহাত এবং বিশিষ্ট ক্রীড়াবিদ ও কমিটির অন্যতম সংগঠক শ্রীমতী অনিতা রায়।

ডাঃ অনিকেত মাহাত বলেন, ‘‘আন্দোলনের চাপে আমরা আমাদের দিদির বিচার ছিনিয়ে আনবই।’’ সিনিয়ার ডাক্তার দুর্গাপ্রসাদ চক্রবর্তী ১ জানুয়ারি সবাইকে ব্যাজ পরে মোমবাতি জ্বালিয়ে সমাজমাধ্যমে ছবি পোস্ট করার আহ্বান জানান। অনীতা রায় বলেন, আমরা খেলোয়াড় মেয়েদের সবসময় উদ্বুদ্ধ করি আরও লড়াই করে বাংলার মুখ উজ্জ্বল করার জন্য। আর অভয়ার ঘটনা বাংলার মুখকে কালিমালিপ্ত করছে। সভায় গান, আবৃত্তি, গীতি আলেখ্য, পথনাটকের মধ্যে দিয়ে প্রতিবাদ জোরালো করার অঙ্গীকার নেওয়া হয়।