সংযুক্ত কিসান মোর্চার ডাকা ২৭ সেপ্টেম্বরের ভারত বনধের আহ্বানকে সমর্থন জানিয়ে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৬ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, ‘‘কৃষকবিরোধী ও কর্পোরেটমুখী তিনটি কৃষি আইন ও বিদ্যুৎ বিল-২০২০ বাতিল এবং সমস্ত কৃষিপণ্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য চালুর আইন তৈরি করার দাবিতে লক্ষ লক্ষ কৃষক দিল্লির সীমান্তগুলিতে অদম্য তেজে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এই মহান সংগ্রামে ইতিমধ্যে ছ’শোরও বেশি কৃষক মৃত্যুবরণ করেছেন। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অগণতান্ত্রিক ফ্যাসিবাদী উদ্ধত আচরণ আবারও প্রমাণ করছে, চাষিদের জীবনের বিনিময়ে একচেটিয়া কারবারি ও বহুজাতিক সংস্থাগুলির স্বার্থসিদ্ধিতে তারা কতখানি প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দল প্রথম থেকেই সংগ্রামরত কৃষকদের পাশে রয়েছে এবং দেশ জুড়ে এই আন্দোলনকে শক্তিশালী করতে যতদূর সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বীরত্বপূর্ণ সংগ্রামকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এই আন্দোলন এক গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছে। আমরা মনে করি, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের হীন ফ্যাসিবাদী চক্রান্ত ব্যর্থ করতে এই বীরত্বপূর্ণ সংগ্রামের পাশে দাঁড়ানো সমস্ত শ্রমজীবী মানুষেরই অবশ্যকর্তব্য। কারণ, এই আন্দোলন শুধু কৃষিজীবীদের স্বার্থের প্রতিনিধিত্ব করছে না, শ্রমিক, ছাত্র, যুবক সহ সমস্ত শোষিত-নিপীড়িত মানুষের, যারা শাসক শোষকশ্রেণি ও তার সেবাদাস শাসক দলের নিষ্ঠুর আক্রমণে বিপর্যস্ত, তাদের সবার আকাঙক্ষার প্রতিফলন ঘটছে। সংযুক্ত কিসান মোর্চা (এসকেএম)-র ২৭ সেপ্টেম্বরের ভারত বনধের ডাক আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সময়োচিত পদক্ষেপ। আমরা এই আহ্বানকে সর্বান্তঃকরণে সমর্থন করছি।
দেশের গণতান্ত্রিক চেতনাসম্পন্ন সমস্ত মেহনতি মানুষের প্রতি আমাদের আবেদন, এই বনধকে সর্বাত্মক সফল করুন।