বেকারদের কর্মসংস্থানের দাবিতে ২৭ ফেব্রুয়ারি এ আই ডি ওয়াই ও–র আহ্বানে পার্লামেন্ট অভিযান৷ এই উপলক্ষে দিল্লি সহ বিভিন্ন রাজ্যের যুব কর্মীরা দিল্লিতে বিশেষ প্রচার কর্মসূচি করেন৷ অনেকগুলি ক্যাম্প করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে প্রচার ও অর্থসংগ্রহ৷ সংগঠনের বই বিক্রি ও সদস্য সংগ্রহও করছেন তারা৷ চাঁদা দিয়ে, সদস্য হয়ে সহযোগিতা করছেন৷ বহু মানুষ বিশেষ করে যুবক–যুবতী ও ছাত্ররা ভীষণভাবে এগিয়ে এসেছেন৷
কুন্দলিতে প্রচার মিছিল চলাকালীন এক কর্মীর হাতে ৫০০ টাকা চাঁদা দিয়ে যান একজন৷ ২৩ জানুয়ারি নানা জায়গায় নেতাজি জন্মজয়ন্তী পালন করা হয় সংগঠনের উদ্যোগে৷ বহু বিশিষ্ট মানুষ এতে যোগ দেন৷ দশরথ পুরী, দুর্গাপার্কে প্রচারের সময় বামমনোভাবাপন্ন এক প্রবীণ দম্পতি সংগঠনের অফিস করে দেওয়ার অঙ্গীকার করেন৷ নানা বামপন্থী দলের সদস্যরাও ডিওয়াইও–র পার্লামেন্ট মার্চের উদ্যোগকে সাধুবাদ জানান৷ শশী গার্ডেনে এক মহিলা তাঁর মদ্যপ স্বামীর তীব্র আপত্তি সত্ত্বেও কর্মীদের চাঁদা দেন ও সদস্য হন৷ বলেন, ভালো কাজে টাকা দেব, তুমি বাধা দেওয়ার কে? সবজি সংগ্রহ করার সময় এক গরিব সবজি বিক্রেতা সবটাই দিয়ে দিতে চাইলে স্বেচ্ছাসেবকরা তাঁকে বুঝিয়ে নিরস্ত করেন৷
এখানকার ঘিঞ্জি বস্তিগুলিতে গা ঠেসাঠেসি করে হিন্দু–মুসলিম পরিবার একত্রে অত্যন্ত দুরবস্থার মধ্যে দিন যাপন করেন৷ স্বেচ্ছাসেবকরা সেখানে প্রচারে গেলে তারা প্রধানমন্ত্রীর বেকারের সংখ্যা কমিয়ে দেখানোর কৌশল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ ইন্দরলোক মেট্রোর কাছে প্রচারের সময় স্বেচ্ছাসেবকেরা এক গরিব মহিলা চা বিক্রেতার কাছে চা খান৷ তিনি এক পয়সাও চায়ের দাম নেননি৷ তারা দাম দিতে চাইলে বলেন, তোমরা ভালো কাজ করছ, এটুকু করব না!