Breaking News

২৪ সেপ্টেম্বর ধর্মঘটে সামিল স্কিম ওয়ার্কাররা

বাঙ্গালোরে আশাকর্মীদের বিক্ষোভ । ২৪ সেপ্টেম্বর

ভারতে প্রায় এক কোটি মহিলা শ্রমিক বিভিন্ন স্কিমে (আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, মিড ডে মিল কর্মী ও পৌর স্বাস্থ্যকর্মী) কর্মরত, যাঁরা মা ও শিশুদের অপুষ্টি দূর করা কাজে নিয়োজিত। কিন্তু এই শ্রমিকরা তাঁদের নিজস্ব পেশাগত ক্ষেত্রে শোষণ ও বঞ্চনার শিকার। তাদের নেই কোনও সামাজিক স্বীকৃতি ও সম্মান। প্রভিডেন্ট ফান্ড, পেনশন, ইএসআই সহ সমস্ত সামাজিক সুরক্ষা থেকে তারা বঞ্চিত, এমনকি ন্যূনতম মাইনেটুকুও তাদের জোটে না, নেই স্থায়ী কর্মীর স্বীকৃতি। করোনা অতিমারি পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্তভাবে কাজ করে চললেও সুরক্ষা বর্ম এবং করোনা ভাতা নামমাত্র। সরকার ঘোষণা করলেও এই সকল কর্মীরা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন।

হাওড়া

এমতাবস্থায় এ আই ইউ টি ইউ সি সহ আটটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এর পক্ষ ২৪ সেপ্টেম্বর স্কিম ওয়ার্কারদের সর্বভারতীয় হরতাল পালিত হয়। ধর্মঘটের দিন উলুবেড়িয়ায় সভায় বক্তব্য রাখেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার ইউনিয়নের পক্ষে শুক্লা ঘোষ, মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষে প্রতিমা মণ্ডল ও আশা কর্মী ইউনিয়নের পক্ষে মালবিকা দাস। শেষে এ আই ইউ টি ইউ সি-র হাওড়া গ্রামীণ জেলা সংগঠক নিখিল বেরা ২৭ সেপ্টেম্বরের ভারত বনধ সফল করার আহ্বান জানান।

গণদাবী ৭৪ বর্ষ ১০ সংখ্যা ১-৭ অক্টোবর ২০২১