Breaking News

২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী পালিত

দুর্গাপুর

২৩ জানুয়ারি ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার শ্রেষ্ঠ বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৩তম জন্মবার্ষিকী পালিত হয় দেশজুড়ে। এ রাজ্যের সর্বত্র জেলায় জেলায় সাধারণ মানুষের সাথে ডিএসও-ডিওয়াইও’র উদ্যোগে সুসজ্জিত ট্যাবলো সহ পদযাত্রা, নেতাজির ছবি সংবলিত প্ল্যাকার্ড ও তাঁর উদ্ধৃতি নিয়ে পথ পরিক্রমা করেন ছাত্র-ছাত্রীরা। দিনটি সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসাবে পালনের ডাক দেয় এস ইউ সি আই (কমিউনিস্ট)। নেতাজির ছবি সংবলিত ব্যাজ বুকে পরিধান করেন বহু মানুষ।

আগরতলা, ত্রিপুরা

 

জৌনপুর, উত্তরপ্রদেশ

(গণদাবী : ৭২ বর্ষ ২৫ সংখ্যা)