Breaking News

১৫ দফা দাবিতে পঞ্চায়েত ট্যাক্স কালেক্টরদের ডেপুটেশন

সিপিএম শাসন থেকে তৃণমূল শাসন– পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টররা যে তিমিরে সেই তিমিরেই। তীব্র মূল্যবৃদ্ধির এই বাজারেও তারা মাসে পান মাত্র ৭৫০ টাকা। পারিশ্রমিক ভাতা ও কমিশন মিলে এই টাকা বরাদ্দ। তাও অনিয়মিত থাকে বহু সময়। এঁদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলনে নেমেছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন। মাসিক ১০ হাজার টাকা বেতন, নূ্যনতম পেনশন চালু, অবসরকালীন ৫ লক্ষ টাকা অনুদান, স্বাস্থ্যবিমায় অন্তর্ভুক্তি এবং সরকারি কর্মীর মর্যাদার দাবিতে ২৬ অক্টোবর পঞ্চায়েত ডাইরেক্টরের কাছে দাবিপত্র পেশ করে।

কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান থেকে পাঁচ শতাধিক কালেক্টর অংশগ্রহণ করেন। নেতৃত্ব দেন ইন্দুভূষণ গায়েন, রিঞ্জন ঘোষ, আমজাদ আলি চৌধুরী, প্রফুল্ল মণ্ডল। পঞ্চায়েত ডাইরেক্টর নিজ এক্তিয়ারভুক্ত দাবিগুলি কার্যকর করার আশ্বাস দেন।

গণদাবী ৭৪ বর্ষ ১৩ সংখ্যা ৫ নভেম্বর ২০২১