১৫ আগস্ট ৭৫তম স্বাধীনতা দিবসকে গণমুক্তি সংকল্প দিবস হিসেবে ঘোষণা করে এসইউসিআই (কমিউনিস্ট) সারা দেশের সাথে এ দিন পশ্চিমবঙ্গের সব জেলায়, ব্লকে, প্রতিটি লোকাল কমিটি এই গণমুক্তির তাৎপর্য মানুষের সামনে তুলে ধরে। সর্বত্রই মহান মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের উদ্ধৃতি প্রদর্শন হয় এবং বুকস্টল হয়। ১৫ আগস্টের স্বাধীনতা ও গণমুক্তির সমস্যা শীর্ষক কমরেড শিবদাস ঘোষের বইটি বিশেষ গুরুত্ব দিয়ে বিক্রি করা হয়। সর্বত্রই সাধারণ মানুষ তাঁদের ক্ষোভ উগরে দেন। দলের লিফলেট এবং বই সংগ্রহ করেন। এস ইউ সি আই (সি)-এর সংগ্রামের প্রতি তাঁদের আস্থা ব্যক্ত করেন।