এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২০ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন,
‘বিরোধী সাংসদরা দাবি করেছিলেন, ১৩ ডিসেম্বর লোকসভার নিরাপত্তা ব্যবস্থার যে বেহাল দশা দেখা গিয়েছিল তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিবৃতি দিন। এই দাবি সাংসদদের ন্যায্য এবং আইনগত অধিকার। কিন্তু তাঁদের দাবি মানার বদলে কেন্দ্রীয় বিজেপি সরকার সংসদের দুই কক্ষ মিলিয়ে ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করে এর উত্তর দিয়েছে। কেবলমাত্র আমাদের দেশে নয়, বিশ্বের যে কোনও দেশেই এমন ঘটনার নজির পাওয়া যাবে না। এর থেকে এটাই স্পষ্ট হয় যে দেশে এখনও পর্যন্ত সংসদীয় গণতন্ত্রের ছিটেফোঁটা যে অবশেষ পড়ে আছে তাকেও বিজেপি সরকার ধ্বংস করতে উদ্যত। বিজেপির লক্ষ্য দেশে ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন আরও দৃঢ়ভাবে কায়েম করা।
আমরা এই চরম অগণতান্ত্রিক পদক্ষেপের তীব্র নিন্দা করছি ও সমস্ত সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবি করছি। আমাদের আরও প্রশ্ন ৮৩৬ কোটি টাকা ব্যয়ে তৈরি যে নতুন সংসদ ভবন উদ্বোধনে প্রধানমন্ত্রী বহু ঢাকঢোল পেটালেন, তার নিরাপত্তা ব্যবস্থায় এমন গুরুতর গলদ থাকল কী করে, সে ব্যাপারে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই বিবৃতি দিতে হবে। আমরা একই সাথে সমস্ত গণতান্ত্রিক বোধসম্পন্ন মানুষকে আহ্বান করছি, গণতান্ত্রিক নিয়মনীতিকে শেষ করে দেওয়ার জন্য বিজেপি সরকারের ধারাবাহিক প্রচেষ্টা এবং তাদের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান।