আশাকর্মীদের সরকারি স্থায়ী স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, ৪৫তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সুপারিশ মেনে ন্যূনতম মাসিক বেতন ২১ হাজার টাকা, উপযুক্ত পরিকাঠামো ও পারিশ্রমিক ছাড়া অবিলম্বে দিশা ডিউটি বন্ধ করা, সরকার ঘোষিত কোভিড-১৯ আক্রান্ত আশাকর্মী বা তার পরিবারের সদস্যের প্রাপ্য ক্ষতিপূরণের ১ লক্ষ টাকা পাওয়ার ব্যবস্থা করা, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর ক্ষতিপূরণ সহ তার পরিবারের কোনও একজনের চাকরির ব্যবস্থা, অতিরিক্ত কোভিড ভাতা বন্ধ না করা, স্বাস্থ্য বহির্ভূত কোনও কাজ (খেলা, মেলা, দুয়ারে সরকার) আশাকর্মীদের দিয়ে না করানো প্রভৃতি দাবিতে ২৩ জানুয়ারি উলুবেড়িয়া ব্লক-২ আশাকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন হাওড়া জেলা (গ্রামীণ) আশাকর্মী ইউনিয়নের সভাপতি নিখিল বেরা ও পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন প্রমুখ। তাঁরা বলেন, ১২ ফেব্রুয়ারি এই দাবিতে রাজভবন অভিযান হবে। সম্মেলনে সুপর্ণা পালকে সভানেত্রী, সাথী কোলে ও সুমতি নস্করকে যুগ্মসম্পাদক ও সাহানা সুলতানাকে কোষাধ্যক্ষ করে উলুবেড়িয়া ব্লক-২ কমিটি গঠিত হয়।