সকল গৃহে আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ, ১০০ দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা প্রদান, এই প্রকল্পের কাজ চালু করা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা প্রদান, মিড ডে মিল সহ সমস্ত সরকারি প্রকল্পে লাগামহীন দুর্নীতি বন্ধ করা, জমির প্রকৃত মালিক ও পাট্টাদারদের নাম রেকর্ডভুক্ত করা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ প্রাপকদের অবিলম্বে ঘর দেওয়ার দাবিতে সপ্তাহকালব্যাপী গ্রামে গ্রামে প্রচার-পথসভার পর ২৯ নভেম্বর বহড়ূতে এসইউসিআই(সি)-র জয়নগর ১ নং ব্লক শাখার উদ্যোগে বিডিও ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভ মিছিল বিডিও দপ্তরের সামনে এলে সেখানে সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা উত্তর-দুর্গাপুর লোকাল কমিটির সম্পাদক কমরেড সবিতা দাস, সভা সঞ্চালনা করেন শিক্ষক কমরেড জয়দেব নস্কর। বক্তব্য রাখেন কমরেডস সুজিত নস্কর, ইলিয়াস মোল্লা, তপতী ভট্টাচার্য, কাশীনাথ সাঁপুই, সুমন্ত গাঙ্গুলী প্রমুখ। বর্তমান টিএমসি জমানায় আগের সিপিএম আমলের মতোই সর্বত্র কীভাবে দুর্নীতি হচ্ছে এবং মানুষ ন্যায্য প্রাপ্য ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এই চিত্র বক্তারা তুলে ধরেন। প্রধান বক্তা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও প্রাক্তন বিধায়ক অধ্যাপক তরুণ নস্কর কেন্দ্রের ও গুজরাটের মতো রাজ্যগুলির বিজেপি পরিচালিত সরকারের ব্যর্থতা, মিথ্যাচার ও সকল ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির চিত্র তুলে ধরেন। পুলিশ ও সরকারি আধিকারিকরা যে নগ্ন ভাবে সরকারি দলের দাসত্ব করছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। গ্রামে গ্রামে, গণকমিটি গঠন করে কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।
পার্টির বারুইপুর সাংগঠনিক জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সহদেব কয়ালের নেতৃত্বে কমরেডস সুশীল মণ্ডল, আনারুল ইসলাম মোল্লা, শান্তি চক্রবর্তী ও শিপ্রা সরকার বিডিও-র সাথে আলোচনায় দাবিগুলির যৌক্তিকতা তুলে ধরেন। সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ প্রদান করলে বিডিও যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।