তীব্র বঞ্চনার শিকার মিড মিল কর্মীরা৷ মাসিক পারিশ্রমিক মাত্র ১৫০০ টাকা৷ তাও ১২ মাসের মধ্যে ১০ মাস দেওয়া হয়৷ বাকি ২ মাসের টাকা দেওয়া হয় না গরমের ছুটি–পুজোর ছুটির অজুহাতে৷ এই সামান্য টাকাও চার–পাঁচ মাস আবার বাকি থাকে৷ হরিয়ানায় পারিশ্রমিক ৩৫০০ টাকা, কেরালায় ৬৫০০, তামিলনাড়ুতে ৭৫০০ টাকা হলেও পশ্চিমবঙ্গের কর্মীরা তার অর্ধেকও পায় না৷ এই সীমাহীন বঞ্চনার প্রতিবাদে এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন ৩ ফেব্রুয়ারি কলকাতায় বিক্ষোভ দেখায়৷ তাদের প্রধান দাবি এই প্রকল্পের বেসরকারিকরণ চলবে না, কর্মীদের সরকারি স্থায়ীকর্মীর স্বীকৃতি দিতে হবে৷ এ দিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এক সুসজ্জিত মিছিল ধর্মতলার ওয়াই চ্যানেলের অভিমুখে যাত্রা শুরু করে৷ কিছু দূর যেতেই পুলিশ মিছিলের গতি রোধ করে৷ ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা৷ সুবোধ মল্লিক স্কোয়ারের সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সনাতন দাস৷ প্রধান বক্তা এআইইউটিইউসি–র রাজ্য সম্পাদক অশোক দাস আন্দোলন তীব্রতর করার আহ্বান জানান৷ বক্তব্য রাখেন দক্ষিণ ২৪ পরগণার সুশীল মিস্ত্রি, মালদার তসলিমা বিবি, পশ্চিম মেদিনীপুরের কবিতা বেরা ও হাওড়ার নিখিল বেরা৷ বিভিন্ন জেলার প্রতিনিধিরা তাঁদের চাকরি জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা মর্মস্পর্শী ভাষায় তুলে ধরেন৷ সনাতন দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করে৷