বোরো ধান চাষের মরশুম শুরু হচ্ছে। কিন্তু তমলুক ব্লকের পায়রাটুঙ্গি খাল সম্পূর্ণ মজে রয়েছে। ফলে চাষের জলের প্রচন্ড সমস্যা এবং বিরাট ক্ষতির আশঙ্কায় চাষিদের মাথায় হাত। সাথে অঞ্চলের নাসা খালগুলি সংস্কার করা দরকার। অপরদিকে লকডাউনে সাধারণ মানুষ কাজ হারিয়ে সংকটগ্রস্ত। ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্পে অঞ্চলে কাজ হচ্ছে না। এই অভিযোগে ৪ ডিসেম্বর এস ইউ সি আই (কমিউনিস্ট) পিপুলবেড়্যা-২ অঞ্চলে বিক্ষোভ দেখায়। নেতৃত্ব দেন তমলুক লোকাল কমিটির সদস্য শিক্ষক শম্ভু মান্না, গুরুপদ মান্না, কার্তিক মান্নাপ্রমুখ।