উত্তরপ্রদেশের কানপুরে একটি সরকারি হোমে নাবালিকাদের উপর যৌন নির্যাতনের সাম্প্রতিক ঘটনায় গভীর বেদনা প্রকাশ করে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড ছবি মহান্তি ২৩ জুন একটি বিবৃতি দিয়েছেন৷ বিবৃতিতে তিনি বলেন,
কানপুরের সরকারি হোমের বাসিন্দা কয়েকজন অসহায় নাবালিকার উপর যৌন নির্যাতন এবং পরিণতিতে সাতজনের গর্ভবতী হয়ে পড়ার সংবাদ গভীর উদ্বেগজনক৷ অত্যাচারিতাদের একজন মারণ এইচআইভি রোগ এবং ৫৭ জন কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছে৷ উত্তরপ্রদেশের বিজেপি সরকার মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে যত গালভরা দাবিই তুলুক, কানপুরে সরকারি হোমের এই ঘটনা দেখিয়ে দিল যে, সেগুলি সবই বাগাড়ম্বর মাত্র৷ কার্যত রাজ্যে যৌন নির্যাতনের ঘটনা নিয়ন্ত্রণে যোগী সরকার সম্পূর্ণ ব্যর্থ৷
সরকারি হোমে যৌন নির্যাতনের এই জঘন্য ঘটনা এবং এই ধরনের অপরাধ বন্ধে সরকারের অপদার্থতার তীব্র নিন্দা করে কমরেড মহান্তি বিবৃতিতে বলেন, আমরা এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত এবং পদমর্যাদা ও রাজনৈতিক অবস্থান নির্বিশেষে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি৷